ধূমকেতু প্রতিবেদক, পাবনা : পাবনার ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয়, দলীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ। এরপর জাতির জনক ও তার পরিবারের সদস্যসহ দেশের সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস্য আব্দুল আওয়াল শামীম, জেলা আওয়ামী লীগ সভাপতি রেজাউল রহিম লাল, সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স, সহ সভাপতি মকবুল হোসেন, পাবনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকু, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবিরসহ অনেকে।
বক্তারা বলেন, আওয়ামী লীগ আজ দেশের মানুষকে অতন্দ্র প্রহরীর মতো আগলে রেখেছে। ষড়যন্ত্রকারীরা দেশকে ধ্বংসে বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যা করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার হত্যার চেষ্টা করেছে। সরকারের উন্নয়নের জোয়ার আর বৈশ্বিক সুনাম ক্ষুন্ন করতে দেশ বিরোধী অপশক্তি একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। প্রতিটি ষড়যন্ত্র কঠোর ভাবে মোকাবেলা করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ।