ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে পৌর আওয়ামী লীগের পাল্টাপাল্টি কমিটি নিয়ে নেতাকর্মীদের মাঝে টান-টান উত্তেজনা বিরাজ করছে। সেই সঙ্গে দু’গ্রুপের নেতাকর্মীই পৌর শহরে আলাদা-আলাদাভাবে বিক্ষোভ মিছিল ও সভা-সমাবেশ করেছেন।
জানা গেছে, চলতি বছরের গত ১৫ জানুয়ারি বিকেলে পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সেখানে পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র আনিছুর রহমান উপস্থিত ছিলেন না। যার কারণে নেতৃবৃন্দ প্রথম অধিবেশন শেষ করে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের কাছ থেকে সভাপতি/সম্পাদকের নামের প্রস্তাব গ্রহণ করেন। পরে অনিবার্য কারণবশত জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ কমিটি ঘোষণা স্থগিত করে। গত ১৮ ফেব্রুয়ারি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা স্থগিতকৃত পৌর কমিটির সভাপতি পদে বকুল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে শাহিরুল ইসলামের নাম ঘোষণা করেন।
অপরদিকে রোববার (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ে ওই কমিটির বিপক্ষে পাল্টা কমিটি ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলী হাসান। এ কমিটিতে সাবেক ছাত্রনেতা আব্দুর রাজ্জাক মন্ডলকে সভাপতি, রাকিবুল হাসান রাজ্জাককে সাধারণ সম্পাদক ও তারেক মাহমুদ ডিউকে সাংগঠনিক সম্পাদক করে নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়।
এসময় উপজেলা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে তারা নতুন কমিটিকে স্বাগত জানিয়ে একটি আনন্দ মিছিল বের করে।
এরপর থেকেই পৌর আওয়ামী লীগের ওই দুইটি কমিটির নেতাকর্মীরা শহরে পাল্টা-পাল্টি মিছিল সভা সমাবেশ করে। এতে করে দুইটি গ্রুপের নেতাকর্মীরা মুখোমুখী অবস্থান নেওয়ায় যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটার আশংকা করছেন স্থানীয়রা।
এবিষয়ে বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি শুনেছি, তবে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী এটি হয় না। এবিষয়ে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী বলেন, এ বিষটি নিয়ে যেন আইনশৃঙ্খলা অবনতি না হয় এজন্য আমরা সজাগ রয়েছি। তবে শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।