ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘা উপজেলা ছাত্রলীগ নেতা জাহিদের নেতৃত্বে জামায়াত, বিএনপিপন্থীদের অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩ ঘটিকায় শত শত ছাত্রলীগ নেতাকর্মীদের উপস্থিতিতে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু করে বঙ্গবন্ধু চত্বর হয়ে বাঘা বাজার, থানা মোড়সহ প্রধান প্রধান সড়ক লম্বা মিছিলটি ঘুরে এসে একই জায়গায় এসে শেষ হয়।
বাঘা উপজেলা জামায়াত-বিএনপির অপতৎপরতার বিরুদ্ধে মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা ও বক্তব্য রাখেন ছাত্রলীগের জাহিদসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
মিছিলে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা নবগঠিত ছাত্রলীগ কমিটির সহ সভাপতি রাসেল আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক সোহাগ আলী, তানভির, তুর্য্য , সুজন, হালিম, আজমুলসহ উপজেলার বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মী এই বিশাল বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।