ধূমকেতু প্রতিবেদক, পোরশা : উন্নয়নের পাশাপাশি এ উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। বিগত সময়ে এ উপজেলায় যতটা না উন্নয়ন হয়েছে, তার চেয়ে অনেক বেশী উন্নয়ন হয়েছে বর্তমান জনবান্ধব শেখ হাসিনার সরকারের সময়ে। মাদকের ছড়াছড়িও কমেছে অনেক। তবে সবই সম্ভব হয়েছে খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদারের অক্লান্ত প্রচেষ্ঠা এবং আপনারা সাংবাদিক সহ স্থানীয় প্রশাসনের সহযোগিতায়।
সোমবার দেওয়া এক সাক্ষাতকারে কথাগুলি বলেন নওগাঁর পোরশা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৬/৫/২০১৯ ইং তারিখে দায়িত্বভার গ্রহণ করার পর থেকে তিনি তার সামর্থ্যরে মধ্যে উপজেলার বিভিন্ন ছোট ছোট গ্রামীণ রাস্তা সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করে আসছেন। ইতোমধ্যে তিনি পরিত্যাক্ত উপজেলা পরিষদ শিশু পার্কটি স্থানীয় প্রশাসনের সহযোগীতায় উপজেলা পরিষদ থেকে আর্থিক সহযোগীতা দিয়ে সচল করা হয়েছে বলে জানান। এছাড়াও বিভিন্ন এলাকা মাদকমুক্ত করার লক্ষ্যে অভিযান পরিচালনা করেছেন এবং সফল হয়েছেন বলে জানান। তবে মাদকের ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও ছাড় দেওয়া হবেনা বলেন। তিনি তার মেয়াদকালেই এ উপজেলাকে মাদক মুক্ত ঘোষনা দেওয়ার আশাবাদ ব্যাক্ত করেন।
অপর এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, তার মেয়াদকালে এ উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ বাস্তবায়নে খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদারের দিক নির্দেশনায় তিনি কাজ করে যাচ্ছেন। যাতে এ উপজেলা একটি মডেল উপজেলায় পরিনত হয়। সে লক্ষ্যে নিয়েই কাজ করছেন তিনি বলে জানান।
তিনি বলেন, তার বিগত দু’বছর মেয়াদকালে কোন প্রকার দুর্নীতিকে প্রশ্রয় দেননি। তিনি নিজেও দুর্নীতি করবেন না এবং কাউকে করতে দিবেন না বলে জানান। সাক্ষাতকারে তিনি উপজেলার বিভিন্ন সংবাদ নিয়মিত প্রকাশের জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানান। এসময় তিনি উপজেলার উন্নয়নে ও বর্তমান সরকারের লক্ষ্য বাস্তবায়নে সাংবাদিকদের এক যোগে কাজ করার আহŸান জানান।