ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় আগামী ২১মার্চ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, বাঘা উপজেলা আওয়ামী লীগের আগামী ২১ মার্চ সম্মেলন অনুষ্ঠান সফল করার লক্ষ্যে (১২ মার্চ) শনিবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের সভাপতিত্বে জুম মিটিং এর মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে বক্তব্য রাখেন, গণপ্রজাতন্ত্রী সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শাহরিয়ার আলম এমপি।
বিশেষ অতিথি ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মুন্টু, অধ্যক্ষ নসিম উদ্দিন।
সাংগঠনিক সম্পাদক ওহায়েদ সাদিক কবিরের সঞ্চালনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, দুটি পৌরসভা-সাতটি ইউনিয়ন এর সভাপতি, সাধারণ সম্পাদক।
এতে বক্তারা বলেন, আগামী ২১ মার্চ (সোমবার) বাঘা উপজেলা আওয়ামীলীগের সম্মেলন সফল করতে সকলকে এক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।