ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর কার্যনির্বাহী সংসদের সভা শনিবার (৯ এপ্রিল) বেলা ২.৩০টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল।
সভা সঞ্চালনা করেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ সভাপতি ডাঃ তবিবুর রহমান শেখ, বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, মতিহার থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলাউদ্দিন।
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন সপরিবারে ওমরাহ হজ্ব পালন করতে গমন করবেন। তাঁদের সুষ্ঠু ভাবে হজ্ব ব্রত পালন ও হজ্ব ব্রত পালন শেষে সুস্থ শরীরে ফিরে আসার জন্য দোয়া করা হয়। এছাড়াও পাঁচটি থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সভায় বক্তারা বলেন, সংগঠনকে গতিশীল করার জন্য প্রতিটি ওয়ার্ডে সাংগঠনিক তৎপরতা জোরদার করতে হবে এবং প্রতিটি অঞ্চল কমিটিকে সচল করার পদক্ষেপ গ্রহন করতে হবে। আগামী নির্বাচন যেন সহজে বাংলাদেশ আওয়ামী লীগ-কে আবারো রাষ্ট্র পরিচালনার জন্য জনগণকে উদ্বুদ্ধ করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। বিএনপি-জামায়াতের অপপ্রচারকে প্রতিহত করার জন্য জনগণের মাঝে সঠিত তথ্য ও বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরতে হবে।
সভার সিদ্ধান্তসমূহ :
১. বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাবেক সভাপতি এবং রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন-কে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

২. পূর্বের প্রাথমিক সদস্য পদের টিকেট প্রত্যাহার করে নতুন করে প্রাথমিক সদস্য পদের টিকেট বিতরণ করা হবে।
৩. ৫ ও ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মৃত্যুবরণ করায় উক্ত দুইটি ওয়ার্ডে ভারপ্রাপ্ত সভাপতি নিযুক্ত করা হয়।
সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সৈয়দ শাহাদত হোসেন, রেজাউল ইসলাম বাবুল, যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, মীর ইসতিয়াক আহমেদ লিমন, দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, আইন সম্পাদক এ্যাড. মুসাব্বিরুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল।
আরও উপস্থিত ছিলেন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফিরোজ কবির সেন্টু, ধর্ম সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, শিক্ষা বিষয়ক সম্পাদক আনসারুল হক, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ওমর শরীফ রাজিব, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, সদস্য জহির উদ্দিন তেতু, নজরুল ইসলাম তোতা, শাহাব উদ্দিন, আশরাফ উদ্দিন খান, এ্যাড. শামসুন্নাহার মুক্তি, তোজাম্মেল হক বাবলু, সৈয়দ মন্তাজ আহমেদ, মজিবুর রহমান, ইসমাইল হোসেন, বাদশা শেখ।
এছাড়াও আলিমুল হাসান সজল, ইউনুস আলী, খায়রুল বাশার শাহীন, মোখলেশুর রহমান কচি, মাসুদ আহমদ, কে এম জুয়েল জামান, থানা আওয়ামী লীগের মধ্যে মতিহার থানার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল মান্নান, রাজপাড়া থানার সভাপতি সৈয়দ হাফিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, বোয়ালিয়া (পশ্চিম) থানার সভাপতি আব্দুস সালাম, বোয়ালিয়া (পূর্ব) থানার সভাপতি আতিকুর রহমান কালু, সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, শাহ্মখদুম থানার সভাপতি আখতারুল আলম ও সাধারণ সম্পাদক শাহাদত আলী শাহু উপস্থিত ছিলেন।