ধূমকেতু প্রতিবেদক, আত্রাই : নওগাঁর আত্রাই উপজেলার ২টি ইউনিয়নে ইউনিয়ন যুবদলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) উপজেলার আহসানগঞ্জ ও ভোঁপাড়া ইউনিয়ন যুবদলের এ সম্মেলন আহসানগঞ্জ হাট ও কাশিয়াবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
পলাশ আহমেদ ও ওয়াহেদ আলীর সভাপতিত্বে সম্মেলন দু’টিতে প্রধান অতিথি হিসেবে ছিলেন নওগাঁ জেলা যুবদলের সহ সভাপতি ইমতিয়াজ রাব্বি রাজা।
প্রধান বক্তা হিসেবে ছিলেন জেলা যুবদলের সহ সম্পাদক আশিকুজ্জামান উজ্জল।
উদ্বোধক ছিলেন, আত্রাই থানা যুবদলের আহ্বায়ক একরামুলবারী রঞ্জু।
সভায় বক্তব্য রাখেন, যুবদল নেতা খোরশেদ আলম, পারভেজ ইকবাল, আশরাফুল ইসলাম লিটন, জাহাঙ্গীর আলম মিঠু, উবায়দুল হাসান টুটুল, আসাদুজ্জামান বুলেট, কামরুজ্জামান সাগর, রায়হান কবির রতন প্রমুখ।
সম্মেলনে আব্দুল আউয়ালকে সভাপতি ও ফারুক হোসেনকে সাধারণ সম্পাদক করে আহসানগঞ্জ ইউনিয়ন এবং মশিউর রহমান মৃধা মাসুমকে সভাপতি করে ভোঁপাড়া ইউনিয়ন যুবদলের কমিটি গঠন করা হয়।