ধূমকেতু প্রতিবেদক, সুজানগর : সুজানগর উপজেলার ৩টি ও বেড়া উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত পাবনা জেলার আমিনপুর থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২১ মে ২০২২ রোজ শনিবার অনুষ্ঠিত হবে। সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। নতুন আমিনপুর থানা আওয়ামী লীগের সম্মেলনে তৃণমূল নেতাকর্মীরা তাদের পছন্দের নেতা নির্বাচিত করতে নানা প্রস্তুতি নিয়েছে। এতে দলের দুঃসময়ের কান্ডারী সাগরকান্দি ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগের কর্মীবান্ধব নেতা হিসেবে পরিচিত শাহীন চৌধুরীকে আমিনপুর থানা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দেখতে চায় দলের বেশিরভাগ নেতাকর্মী।
দলের এবং নেতাকর্মীদের প্রিয়মুখ হিসেবে পরিচিত শাহীন চৌধুরী সর্বশেষ সুজানগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এবারের সম্মেলনে তৃণমূলের রায়ে শাহীন চৌধুরী সভাপতি নির্বাচিত হতে পারেন বলে শোনা যাচ্ছে। তাকে ঘিরেই এখন একাট্টা হচ্ছেন থানার ৮টি ইউনিয়নের নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে ব্যাপক প্রচারণা।
আমিনপুর থানার রাণীনগর ইউপি চেয়ারম্যান জিএম তৌফিকুল আলম পিযুষ ও আহম্মদপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া বলেন, থানার নেতাকর্মীদের একই আওয়াজ সভাপতি হিসেবে শাহীন চৌধুরী ছাড়া অন্য কাউকে চাইনা। আসছে কমিটিতে দলের দুর্দিনের কান্ডারী এ নেতাকে সভাপতি হিসেবে দেখতে চায় তৃণমূল।
স্থানীয় আওয়ামী লীগ নেতা সরদার তোফায়েল আহমেদ বলেন, দলের দুঃসময়ে যখন কাউকে খুঁজে পাওয়া যায়নি। তখন আমরা নির্যাতিত নেতাকর্মী শাহীন চৌধুরীর কাছে আশ্রয় পেয়েছিলাম। তিনি আমাদের অভিভাবক হিসেবে আশ্রয় দিয়ে আঁকড়ে ধরে দলকে সুসংগঠিত করে রেখেছিলেন। এবারের সম্মেলনে তাকে আমিনপুর থানা আওয়ামী লীগের সভাপতি করা হলে এ থানায় আওয়ামী লীগের দুর্গ আরও শক্তিশালী হবে।
স্থানীয় নেতাকর্মীরা জানান, বঙ্গবন্ধুর আদর্শকে ভালবেসে কাজ করায় দল শাহীন চৌধুরীকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের গুরত্বপূর্ণ পদে দায়িত্ব দিয়েছিল। ২০১১ ও ২০১৬ ও ২০২১ সালে পরপর তিনবার আওয়ামী লীগের তৃণমূল ভোটের মাধ্যমে প্রার্থী হয়ে দলের সমর্থন নিয়ে শাহীন চৌধুরী বিপুল ভোটে সাগরকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর বদলে দিয়েছে ইউনিয়নকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে পরিশ্রম করে যাচ্ছেন। দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন এবং উন্নত সমাজ গড়ার লক্ষ্যেও কাজ করে যাচ্ছেন। করোনাকালে কর্মহীনদের ঘরে ঘরে সরকারি সাহায্যের পাশাপাশি তার সাধ্যমত নিজস্ব অর্থায়নে খাদ্যসামগ্রী নিয়ে জনগণের পাশে থেকেছেন। গরিব-অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। চেয়ারম্যান হিসেবে সততা আন্তরিকতা ও ন্যায় নিষ্ঠার সাথে জনগণের কল্যাণে কাজ করায় উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পাশাপাশি সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পেয়েছেন একাধিকবার স্বর্ণপদক।
তারা আরও জানান, শাহীন চৌধুরীর আপন বড় প্রয়াত সেলিম চৌধুরী ছিলেন সাগরকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার চাচা বীর মুক্তিযোদ্ধো তোফাজ্জল হোসেন চৌধুরী সর্বশেষ পাবনা জেলা আওয়ামী লীগের সহ সভাপতির দায়িত্ব পালন করেছেন। শাহীন চৌধুরী ১৯৮৪ সালে সাগরকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। সর্বশেষ সফলতার সাথে সুজানগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমানে সাগরকান্দি ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় শাহীন চৌধুরীকে বিভিন্ন ধরণের হামলা-মামলার শিকার হয়ে কারাবরণ করতে হয়েছে এবং ওয়ান-ইলেভেনের সময় আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার মুক্তির দাবিতে রাজপথে করেছেন আন্দোলন সংগ্রাম।