ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে উপজেলা আওয়ামী যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (২১ মে) বেলা ১০টায় উপজেলা আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ের তৃতীয় তলার হল রুমে এ বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়াারুজ্জামান সাগরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব।
উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোতালেব হোসেন বাবরের সঞ্চালনায় বিশেষ বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শিমুল, সাংগঠনিক সম্পাদক স্বপন আহমেদ ষ্টার, আনোয়ার হোসেন, সোনাতন টুডু, দপ্তর সম্পাদক সঞ্জিত কুমার, অর্থ সম্পাদক মোরশেদ আলম মিঠু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুক্তার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক সালেহ আহমেদ তারেক, মহিলা বিষয়ক সম্পাদিকা সাজেমা আক্তার সাবা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য মাহবুবুল ইসলাম মাহমুদ।
আরও উপস্থিত ছিলেন, হাজিনগর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, চন্দননগর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শিশ মোহাম্মাদ, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, ভাবিচা ইউনিয়ন আওয়ামী যুবলীগে সভাপতি রাশেদুজ্জামান সেতু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ইব্রাহীম মিলন, সাধারণ সম্পাদক ময়েন উদ্দিন জুয়েল, সহ সম্পাদক আতিকুল ইসলাম বাদশা।
এছাড়াও রসুলপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোজাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমরান হোসেন জুয়েল, পাড়ইল ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক হ্যামলেট, শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মেজবা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি রঞ্জুর আহমেদ, সাধারণ সম্পাদক রতন প্রমুখ উপস্থিত ছিলেন।