ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে ছাত্রদল-ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় শাহবাগ থানা সূত্রে এসব তথ্য জানা গেছে। নেতাকর্মীদের আসামি করে শাহবাগ থানায় মামলা করা হয়েছে।
মামলার বাদী ছাত্রলীগের শহীদুল্লাহ হল শাখার সভাপতি জাহিদুল ইসলাম। শুক্রবার (২৭ মে) রাতে এ মামলাটি করা হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মওদুদ হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবারের ঘটনায় একটি মামলা গ্রহণ করা হয়েছে। উপ-পরিদর্শক মো. আল আমিনকে এই মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
শাহবাগ থানা সূত্রে জানা গেছে, মামলায় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সিনিয়র সভাপতি রাশেদ ইকবাল খান, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, ঢাবি ছাত্রদলের আহ্বায়ক আক্তার হোসেন, ঢাবি ছাত্রদলের সদস্য সচিব আমানুল্লাহ আমানসহ আরও অজ্ঞাত ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।