ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ মে) সকাল ১০ টায় ধামইরহাট ভবনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সভাপতি শহীদুজ্জামান সরকার এমপি।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত কমিটির সকল সদস্যবৃন্দ একে অপরের সাথে পরিচিত হন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, সহ সভাপতি আবু হানিফ, নুরুজ্জামান, মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল।
আরও উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, উপজেলা যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদ্যু, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুকিত কল্লোল, সম্পাদক ও প্যানেল মেয়র মুক্তাদিরুল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান, সম্পাদক আহসান হাবীব পান্নু, উপজেলা ছাত্রলীগ নেতা আসিব বাবু, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পাস্কায়েল হেমরম প্রমুখ।
পরে সাংসদ শহীদুজ্জামান সরকার এমপির নেতৃত্বে সকল নেতাকর্মী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আনজুয়ারার বাড়ীতে সভানেত্রীর মায়ের কুলখানিতে অংশ নেন। কুলখানিতে ধামইরহাট ও পত্নীতলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।