কর্মিদের তোপের মুখে মঞ্চ থেকে পালিয়ে গেলেন রাব্বানী-মামুন

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে আওয়ামী লীগের বর্ধিত সভায় নেতাকর্মি ও সমর্থকদের তোপের মুখে মঞ্চ থেকে পালিয়ে রক্ষা পেয়েছেন ক্ষনে ক্ষনে নৌকা ফুটো কারীর মুল হোতা তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী ও তানোর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

শনিবার (৪ জুন) সকালে তানোর উপজেলা পরিষদ অডিটরিয়ামে তানোর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আগামী ১৬ই জুন অনুষ্ঠিত হতে যাওয়া সম্মেলনের প্রস্তুতি সভার মঞ্চে রাব্বানী মামুনকে দেখে স্থানীয় নেতাকর্মি ও সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এক পর্যায়ে স্থানীয় সংসদ ও জেলার নেতাদের সামনেই নেতাকর্মিরা জয় বাংলা স্লোগান দিয়ে রাব্বানী-মামুনের শাস্তির দাবি করে ফুসে উঠে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং তাদের দুজনের বহিস্কারের দাবি তুলেন একপর্যায়ে মঞ্চের সামনে বিশৃঙ্ক্ষল পরিস্থিতির সৃষ্টির পাশাপাশি নেতাকর্মিরা মঞ্চের দিকে তেড়ে আসতে থাকেন।

এসময় স্থানীয সংসদ আলহাজ ওমর ফারুক চৌধুরী, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনীল কুমার সরকার, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ মঞ্চের নেতারা উত্তেজিত কর্মিদের শান্ত করার চেষ্টা করেন।

এসময় বিশৃংল পরিস্থিতর সৃষ্টি হলে তানোর উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম রাব্বানী ও আব্দুল্লাহ আল মামুন মঞ্চ থেকে পালিয়ে যান।

এসময় নেতাকর্মি সমর্থকরা মধ্যে স্বস্থি ফিরে আসে এবং সবাই শান্ত হলে বর্ধিত সভা শুরু করা হয়।

সভায় বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল ওয়াদুদ দারা।

রাজশাহী জেলা মহিলা লীগ সভাপতি মর্জিনা পারভিন, তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি/সম্পাদকগণ।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা ও তানোর উপজেলা বিভিন্ন ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগ, যুবলীগসহ অংগ সংগঠনের বিপুল সংখক নেতাকর্মি সমর্থকরা।

Scroll to Top