নাজিরগঞ্জ আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক, সুজানগর : পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুন) নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক এ সম্মেলনের উদ্বোধক ছিলেন সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওহাব।

প্রধান বক্তা ছিলেন, সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।

নাজিরগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার প্রামানিকের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মজিবর রহমানের সঞ্চালনায় সম্মেলনে আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন, পাবনা জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক কামিল হোসেন।

আরও বক্তব্য দেন, সুজানগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলাম শাহজাহান, সহ সভাপতি আব্দুল কাদের রোকন, আব্দুল জলিল বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ও নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান, সুজানগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহমেদ ফররুখ কবির বাবু, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র রেজাউল করিম রেজা প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন, সুজানগর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মতিন মৃধা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, মানিকহাট ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম, হাটখালী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, আওয়ামী লীগ নেতা মন্টু হাজারী, আনছার হাজারী, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আজিজুর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, যুব ও ক্রীড়া সম্পাদক সরদার আব্দুর রউফ, উপ দপ্তর সম্পাদক রেজা মন্ডল, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ।

এছাড়াও উপজেলা যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহŸায়ক ফজলুল হক চাঁদু, ইউনিয়ন যুবলীগ নেতা আলাল উদ্দিন খলিফা, মিজানুর রহমান রুবেল, কামাল হোসেন খলিফা, হারুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল, সাধারণ সম্পাদক শেখ তুষার, পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ সহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে আব্দুস সাত্তার প্রামানিক সভাপতি ও সাব্বির আহমেদ রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। একই সাথে রফিক মন্ডলকে সিনিয়র সহ সভাপতি হিসেবে নাম ঘোষণা দেন সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন।

Scroll to Top