ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : নাটোরের সিংড়ায় কমিটি গঠনের লক্ষ্যে ফরম বিতরণ শুরু করেছে উপজেলা ও পৌর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল।
শনিবার (২৩ জুলাই) বেলা ১১টায় শুরু হওয়া ফরম বিতরণ চলবে ৫ আগষ্ট পর্যন্ত এবং ফরম জমা চলবে ১০ আগষ্ট পর্যন্ত।
উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভার ১২টি ওয়ার্ডের সম্মেলনের সময় পরবর্তীতে জানানো হবে।
ফরম বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল-কাফি।
উপজেলা কমিটির সাবেক সভাপতি হিরাদুল ইসলামের সভাপতিত্বে ও বর্তমান সদস্য সচিব আবুল হাসান ডাবলুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক নুর মোহাম্মদ, উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শারফুল ইসলাম, আব্দুল খালেক বিশ্বাস, আবু হাসান, ছাত্রদলের আহ্বায়ক শাহাদত হোসেন মিন্টু প্রমুখ।