ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) জেলা স্বেচ্চাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক এ্যাড. ওমর ফারুক সুমন কতৃক ১৭/৯/২২ইং তারিখে স্বাক্ষরিত এক পত্রে এ আংশিক কমিটি ঘোষণার তথ্য পাওয়া যায়।
এতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে সভাপতি হিসাবে আবু হাফিজ ও মাহাবুবুর রহমান সজীবকে সাধারণ সম্পাদক করে ১০ জন সদস্যের নাম ঘোষনা করা হয়। পত্রে আগামী ১০দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি জমাদানের জন্য আংশিক কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য গত ৮ সেপ্টেম্বর পোরশা উপজেলা স্বেচ্ছঅসেবক লীগের কমিটি গঠনের লক্ষে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে পরে কমিটি ঘোষণা করা হবে জানানো হয়। এর ফলে শনিবার আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।