ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) কেশরহাট মহিলা কলেজ মাঠে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি শাহেদুজ্জামান মুক্তা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাস্টারের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম।
প্রধান বক্তা ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ।
বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, সাবেক প্যানেল মেয়র রুস্তম আলী, সাবেক সহ সভাপতি প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক কাউন্সিলর মাসুদ আহমেদ রানা, যুগ্ম সম্পাদক শাহিন আলম, অধ্যক্ষ তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রুবায়েত হোসেন উজ্জল, কাউন্সিলর সাবের আলী।
পরে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হন ময়েন উদ্দিন।