ধূমকেতু প্রতিবেদক : জাতীয়তাবাদী কৃষকদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাজশাহী জেলা কৃষকদল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলের আে য়াজন করে। নগরীর আলুপট্টি মোড় এলাকার একটি কমিউিনিটি সেন্টারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষকদলের আহ্বায়ক আল আমিন সরকার টিটু।
প্রধান অতিথি ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। উদ্বোধক ও বিশেষ অতিথি ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজমুল হক।
বিশেষ অতিথি ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য এ্যাডভোকেট মতিউর রহমান মন্টু, জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য দেবাশীষ রায় মধু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পুঠিয়া বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক, জেলা বিএনপির সদস্য ও সাবেক এমপি জাহান পান্না, জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা মামুন ও আমিনুল ইসলাম মিন্টু, শাহাদত হোসেন এবং মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুখসানা বেগম টুকটুকি।
এসময় উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুর রফিক সরকার, প্রফেসর মেসবাউল হক দুলু, জয়নাল আবেদীন, এ.এইচ.এম মহিব্বুল হক রুবেল, আলম উদ্দিন মাস্টার, আব্দুল মান্নাফ মাস্টার, হাবিবুন নবী দেওয়ান ও রজব আলী, সদস্য নাজমুল হক, সাইফুল ইসলাম, সাহিন রেজা সান্নান ও কাঁটাখালী পৌর কৃষক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম, জেলা স্বচ্ছাসেবচক দলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান লিটন ও জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম টুটুলসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী।