ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : আসন্ন ১৬ জানুয়ারী ভবানীগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, মেয়র আব্দুল মালেক মন্ডলকে নৌকা প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে ছাত্রলীগ নেতা আব্দুর রউফের নেতৃত্বে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
স্বাধীনতার পক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীকে ভবানীগঞ্জ পৌরসভায় দ্বিতীয় বারের মতো নির্বাচিত করতে ছাত্রলীগের পক্ষ থেকে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।
বৃহস্পতিবার বিকেলে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আব্দুল মালেক মন্ডল মেয়রকে বিজয়ী করার লক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সামনে থেকে একটি প্রচার মিছিল বের করে ছাত্রলীগ। মিছিলটি ভবানীগঞ্জ বাজারের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে নিউ মার্কেটের সামনে এসে শেষ হয়।
সেখানে ছাত্রলীগ নেতা আব্দুর রউফের সভাপতিত্বে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন সান্টু, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক ছাত্রলীগ নেতা গোলাম সারোয়ার রবিন, গনিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সানোয়ার হোসেন, নরদাশ ইউনিয়ন ছাত্রলীগের আহŸায়ক শাহরিয়ার হোসেন তন্ময়, গোবিন্দপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল-আমিন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, আউচপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুরাদ রহমান, ভবানীগঞ্জ পৌরছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজন সাই, জাকিরুল ইসলাম আকাশ, বড় বিহানালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক ডিএম নাইম, ছাত্রলীগ নেতা শাহাদত হোসেন শুভ, মিজানুর রহমান মিজান, মেহেদী হাসান, নরদাশ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহŸায়ক রাসেল রানা প্রমুখ।
আব্দুল মালেক মন্ডলের সময়ে পৌরসভার যে উন্নয়ন সংগঠিত হয়েছে সে সব কথা তুলে ধরেন। আসন্ন পৌর নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করে পৌরসভার অবশিষ্ট কাজ শেষ করতে আবারও ভোটারদের আহŸান জানান বক্তারা।