ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর একযুগে দেশ উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলেছেন। যার সুফল শহর থেকে গ্রামের অসহায় সাধারণ মানুষ পর্যন্ত বিস্তার লাভ করেছে। আওয়ামী লীগ সরকার দ্বায়িত্ব নেয়ার পর থেকে দেশের সকল শ্রমিকদের কল্যাণে কাজ করছেন বলে জানান সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান (এমপি)।
শনিবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী সফর শেষে ঢাকা ফেরার পথে জেলা সড়ক ও পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে (পুঠিয়া) এক মত বিনিময় সভায় উপরোক্ত কথা গুলো বলেন তিনি। এ সময় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সুলতান আহম্মেদ, রাজশাহী জেলা সড়ক ও পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি লুৎফর রহমানসহ অত্র ইউনিয়নের শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
রাজশাহী জেলা সড়ক ও পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহমান পটল বলেন, অত্র প্রতিষ্ঠানের শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধানে সাবেক মন্ত্রী ও শ্রমিক নেতা শাজাহান খান আমাদের কথা শুনতে এখানে এসেছেন। তিনি অতি ধৈর্য সহকারে শ্রমিকদের সকল চাওয়া-পাওয়ার কথা শুনেছেন। তিনি অত্র ইউনিয়নের শ্রমিকদের কল্যাণে সার্বক্ষনিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। সভা শেষে তিনি ঝলমলিয়া বাজার এলাকায় প্রস্তাবিত একটি ট্রাক টার্মিনালের স্থান পরিদর্শন শেষে ঢাকায় ফিরে যান।