ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পক্ষে জোরালো প্রচারণা চললেও বিএনপির প্রার্থী রয়ে গেছেন নীরবে। আওয়ামী লীগ প্রার্থী উন্নয়নের ভর করে প্রচারণা চালাচ্ছেন। ভোটারেরাও উন্নয়ন এবং গুরুত্বপূর্ন সমস্যার সমাধানে প্রাধান্য দিচ্ছেন।
চতুর্থ ধাপে আগামী ১৪ ফেব্রæয়ারী তাহেরপুর পৌরসভার নির্বাচন। এবারে মোট ভোটারের সংখ্যা ১৪ হাজার ৬১৯জন। মেয়র পদে দুইজন প্রতিদ্ব›দ্বীতা করছেন। এঁরা হলেন আওয়ামী লীগের বর্তমান মেয়র আবুল কালাম আজাদ ও বিএনপির সাবেক মেয়র আবু নাঈম শামসুর রহমান মিন্টু।
গত তিন-চারদিন ধরে নির্বাচনী এলাকায় ঘুরে ও ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, এবারের নির্বাচনে শুরু থেকে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র আবুল কালাম আজাদ প্রচারণায় সক্রিয় রয়েছেন। প্রতীক বরাদ্দের দিনেই তাঁর পক্ষে গোটা এলাকায় নৌকা মার্কার পোস্টার ও ফেস্টুন ঝোলানো হয়। অটো রিক্সায় করে মাইকযোগে প্রচারণাও চালানো হচ্ছে। গুনাবলী ছাড়াও এলাকার উন্নয়ন নিয়ে গান আর সুরে সুরে মাইকযোগে প্রচারণা চালানো হচ্ছে নৌকার প্রার্থীর পক্ষে। এছাড়াও প্রার্থী, তাঁর স্ত্রী, আত্মীয় স্বজন এবং তাঁর সমর্থকদের ভোর থেকে রাত পর্যন্ত প্রচারণা চালাতে দেখা যায়। পৌরসভার প্রতিটি ওয়ার্ডে স্থাপন করা হয়েছে নির্বাচনী কার্যালয়। সব-সময় ভীড় দেখা যায় এসব নির্বাচনী কার্যালয়ে। আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে জেলা, উপজেলার দলীয় নেতা-কর্মী ছাড়াও অতিথিরা এসে প্রচারণা চালাচ্ছেন নিয়মিত।
তবে ভিন্ন চিত্র দেখা যায় বিএনপির দলীয় প্রার্থী আবু নাঈম শামসুর রহমান ওরফে মিন্টুর ক্ষেত্রে। পৌরসভার কিছু স্থানে তাঁর পোস্টার চোখে পড়ে। এর মধ্যে তাহেরপুর হরিতলা মোড়ে ঝোলানো রয়েছে ধানের শীষের পোস্টার। অনেক ওয়ার্ডে তাঁর পোস্টার চোখে পড়েনি। এছাড়াও একটি মাইকে প্রচারণা চালাতে দেখা যায়। তবে ধানের শীষের পক্ষে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের প্রকাশ্যে প্রচারণা চালাতে দেখা যায়নি। নির্বাচনী কোনো কার্যালয়ও চোখে পড়েনি বিএনপির প্রার্থীর।
এই প্রসঙ্গে বিএনপির প্রার্থী আবু নাঈম শামসুর রহমান ওরফে মিন্টু সংবাদকে বলেন, তিনি নিয়মিত গণসংযোগ করছেন। দুইটি মাইকযোগে প্রচারণা চালাচ্ছেন আচরণবিধি মেনে। তবে অনেক স্থানে পোস্টার ঝোলাতে পারেননি বলে জানিয়েছেন। প্রতিপক্ষ প্রার্থী বা তাঁর লোকজন প্রচারণায় কোনো ধরণের বাধাও দেননি বলে স্বীকার করেছেন। নির্বাচন নিয়ে বেশি কিছু বলতে চাননি তিনি।
এদিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, নির্বাচনী আমেজ ধরে রাখতে যা যা করার দরকার সবই করছেন। প্রতিদ্বন্দী প্রার্থীর বিষয়ে কোনো বিরুপ মন্তব্য নেই। ভোটারেরা তাঁর বিগত ১০ বছরের উন্নয়ন দেখেই ভোট দিবেন বলে মন্তব্য করেন। কারোর বিরুদ্ধে বলে বা প্রচারণায় বাধা দিয়ে নির্বাচনে জেতার পক্ষে নন বলে জানান তিনি।
প্রচারণায় আওয়ামী লীগের প্রার্থী সরব থাকলেও তিনি ভর করছেন বিগত ১০ বছরে উন্নয়নে। টানা দুই দফায় মেয়র নির্বাচিত হওয়ার কারণে তিনি পৌরসভার উল্লেখযোগ্য উন্নয়ন করেছেন। সড়ক বাতি স্থাপন পৌর ভবন, ড্রেনেজ, টার্মিনাল, মার্কেট, কেন্দ্রিয় শহীদ মিনার পৌর হলভবন নির্মাণসহ রাস্তাঘাট পাকাকরণ তাঁর উল্লেখযোগ্য উন্নয়ন। এছাড়াও বাড়িতে বাড়িতে পাইপ লাইনের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহের প্রকল্পের কাজ শুরু হয়েছে। এসব দিক দিয়ে তিনি এগিয়ে রয়েছেন। পৌরসভা এলাকার চার শতাধিক বিভিন্ন শ্রেণির ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা উন্নয়ন দেখে ভোট দিবেন। তাঁদের প্রধান সমস্যা চলাচলের রাস্তা পাকাকরণ, ড্রেনেজ নির্মাণ ও বাড়ি বাড়ি বিদ্যুৎ সংযোগ। এসব তাঁরা পেয়েছেন। নতুন ভোটার পৌরসভার ২০-২৫জন কলেজ পড়–য়া শিক্ষার্থী এই প্রতিবেদকের কাছে বলেন, তাঁরা গোটা পৌরসভাকে সিসিটিভির আওতায় আনা ও বিনামূল্যে ইন্টারনেট সুবিধা দেওয়ার দাবি জানাচ্ছেন। পৌরসভার বেশ কিছু রাস্তা নির্মাণ ও ড্রেনেজ ব্যবস্থার আরও উন্নতি চান।
এসব বিষয়ে মেয়র আবুল কালাম আজাদ বলেন, এবারের ইশতেহারে এসব বিষয় উল্লেখ রয়েছে। নির্বাচিত হলে সব বাস্তবায়ন করবেন।