ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে উপজেলা যুবলীগের উদ্যোগে তানোর পৌর সভা নির্বাচনী কর্মীসভায় কেন্দ্রীয় সংবঅধনা দিয়েছেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
রোববার সকালে তানোর গোল্লাপাড়া বাজারস্থ আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে অনিষ্ঠিত তানোর পৌর সভা নির্বাচন উপলেক্ষে অনুষ্ঠিত কর্মি সভায় এ সংবর্ধনা দেয়া হয়।
তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যাস ও তানোর উপজেলা যুবলীগ সভাপতি লুৎফন হায়দার রশিদ ময়নার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মি সভায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় যুবলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সৈকত জোয়ার্দার।
তানোর উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক জুবায়ের ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মি সভায় বিশেষ অতিথি ছিলেন, তানোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার, বিশিষ্ট সমাজ সেবক আ’ লীগ নেতা আবুল বাসার সুজন প্রমুখ।
কর্মি সভায় সকলকে ঐক্যবদ্ধ ভাবে নৌকার পক্ষে মাঠে থেকে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে সকলের প্রতি উদার্থ আহবান জানানো হয়।