ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর পৌর সভা নির্বাচন সামনে রেখে নৌকার পক্ষে নির্বাচনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে তানোর গোল্লাপাড়া বাজার ফুটবল মাঠে তানোর পৌর নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে সভায় প্রধান অতিথি ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ মোল্লা।
তানোর পৌর সভায় নৌকার মেয়র প্রার্থীর নির্বাচনী পরিচালনা কমিটির আহবাক রাকিবুল হাসান পাপুল সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।
রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, তানোর উপজেলা আ’ লীগ সভাপতি মুন্ডমালা পৌর মেয়র গোলাম রাব্বানী,
কাঁকন হাট পৌর সভার নবনির্বাচিত মেয়র একেএম আতাউর রহমান খান।
কেশরহাট পৌর সভার নবনির্বাচিত শহিদুজ্জামান শহিদ, তানোর উপজেলা আ’ লীগ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, তানোর পৌর আওয়ামী লীগ সভাপতি ও তানোর পৌর সভায় নৌকার মেয়র প্রার্থী ইমরুল হক।
রাজশাহী জেলা যুবলীগ সভাপতি আবু সালেহ, রাজশাহী জেলা যুবলীগ ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আলী আজম সেন্টু প্রমুখ। নির্বাচনী সভা পরিচালনা করেন, তানোর পৌর যুবলীগ সভাপতি রাজিব সরকার হিরো ও তানোর পৌর যুবলীগ সাধারণ সম্পাদক ওহাব হোসেন সরদার।
এসময় আওয়ামী লীগের যুবলীগ ছাত্রলীগসহ অংগ সংগঠনের নেতা কর্মিসমর্থকসহ বিপুল সংখ্যক সাধারন মানুষ উপস্থিত ছিলেন।
সকলকে নৌকার পক্ষে মাঠে থেকে নৌকাকে বিজয়ী করার আহবান জানানোর পাশাপাশি নেতাকর্মি সমর্থকদের ঐক্য বদ্ধ ভাবে নৌকার পক্ষে মাঠে কাজ করার নির্দেশ দেয়া হয়।