ধূমকেতু প্রতিবেদক, লালমনিরহাট : লালমনিরহাটে আওয়ামী লীগের অফিস ও নৌকা মার্কার নির্বাচনী কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১১টার দিকে পৌর এলাকার নয়ারহাটের ৬নং ওয়ার্ডের নির্বাচনী কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে পৌরএলাকার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ অফিস ও লালমনিরহাট পৌরসভার নির্বাচনী কার্যালয়ের আসবাপপত্র বাইরে বের করে কয়েকজন মুখোশধারী অজ্ঞাত ব্যাক্তি ভাঙচুর, অগ্নিসংযোগ, ও “নৌকায় ভোট দিলে তাদের ঘরে আগুন জ্বলবে” এ হুমকি দিয়ে স্লোগান দিতে দিতে স্থান ত্যাগ করে।
লালমনিরহাট পৌরসভার আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোফাজ্জল হোসেন বলেন, “ঘটনাটি আমি শুনেছি। সেখানে জেলার নেতৃবৃন্দরা পরিদর্শন করেছেন। কিছু দুর্বৃত্ত নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্য এ ঘটনাটি ঘটাতে পারে বলে আমি মনে করছি”।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আমরা পুলিশের অতিরিক্ত টহল জোরদার করেছি। এ ঘটনায় একটি নিয়মিত মামলার প্রস্তুতি চলছে বলে জানান এ কর্মকর্তা।