ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম বিজয়ী হয়েছেন। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৭৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ওজিউল ইসলাম ওজুল মিয়া ভোট পেয়েছেন ৯৯৯৯। এছাড়াও জাতীয় পার্টির প্রার্থী আফজাল হোসেন পেয়েছেন ৫৪২ ভোট।
এদিকে ৯টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন এবং মহিলা সংরক্ষিত আসনে ১৫ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। শিবগঞ্জ পৌরসভার নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩২ হাজার ৯শত ৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১৬ হাজার ৪৩২জন এবং মহিলা ভোটার সংখ্যা ১৬ হাজার ৫৪৭ জন। এর আগে রোববার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।