ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : নওগাঁর সাপাহার আসন্ন লোড পয়েন্ট অফিসের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন উত্তোলন করেছেন বর্তমান সভাপতি মহরম হোসেন।
রোববার বেলা ১১ টায় লোড পয়েন্ট অফিসের সিনিয়র সদস্য সহ প্রায় দুই শতাধিক সদস্যদের নিয়ে সভাপতি পদে মনোদনয়ন ফরম উত্তোলন করেন এবং লোড পয়েন্ট অফিসের সকল সদস্যদের দোয়া কামনা করেন মহরম হোসেন।
মনোনয়ন উত্তোলন করে সাপাহার বাজারে প্রায় দুই শতাধীক নেতাকর্মীদের নিয়ে একটি মিছিল বের করেন এবং সদরের জিরোপয়েন্ট চত্ত্বরে এসে জেলা পুলিশের আয়োজনে কোভিড-১৯ প্রাদুর্ভাব প্রতিরোধে সচেতনামূলক কর্মসূচীতে যোগ দেন মহরম হোসেন।
সেখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি ও নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া (বিপিএম) উপস্থিত ছিলেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপির নিকট দোয়া প্রার্থনা করেন মহরম হোসেন।
উল্লেখ্য, আগামী ৩১ শে মার্চ লোড পয়েন্ট অফিসের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।