ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : বাংলাদেশ ছাত্রলীগ-জাসদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামী মেয়াদে সভাপতি হিসেবে শামীম হোসেনকে সভাপতি ও তসিকুল রেজা খান তনুকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করা হয়েছে।
রোববার বেলা ১১টায় নবাবগঞ্জ ক্লাব (টাউন ক্লাব) মিলনায়তনে এ সম্মেলন হয়। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ সম্মেলনের উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন, বাংলাদেশ ছাত্রলীগ-জাসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আহসান হাবিব শামীম। ছাত্রলীগ-জাসদের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আব্দুল মজিদের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, জেলা জাসদের সহ-সভাপতি আব্দুল হামিদ রনু, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হেনা বাবলু, কর্নেল তাহের সংসদের সভাপতি নিয়ামুল হক, পৌর জাসদের সভাপতি গোলাম মোস্তফা সবুর, ছাত্রলীগ-জাসদের নবাবগঞ্জ সরকারী কলেজ শাখা সাধারণ সম্পাদক আসিফ ইয়াসিরসহ নেতাকর্মীরা।
সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে সংক্ষিপ্ত পরিসরে মৌন সমর্থনের মধ্যদিয়ে জেলা ছাত্রলীগ-জাসদের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ নির্ধারণ করা হয়। দু-বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়। সভাপতি হিসেবে শামীম হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে তসিকুল রেজা খান তনুকে নির্বাচিত করা হয়। এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন আকাশ ও প্রচার সম্পাদক হিসেবে সুমাইয়া সুলতানার নাম ঘোষণা করা হয়।