ধূমকেতু প্রতিবেদক : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রাজশাহী পবা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে মঙ্গলবার বাদ আসর দোয়া ও খাবার বিতরণ করা হয়।
নগরীর সপুরায় অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন, পবা উপজেলা বিএনপি’র আহ্বায়ক সেলিম রেজা বাচ্চু, জেলা বিএনপি’র সদস্য শাহজাহান আলী ও আব্দুর রাজ্জাক, মহানগর কৃষক দলের আহ্বায়ক ওয়াদুদ হাসান পিন্টু, নওহাটা পৌর বিএনপি’র সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক, পবা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, হুজরীপাড়া ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব মোতাহার হোসেন।
কাঁটাখালী পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান দুলাল, হরিয়ান ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক মজিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক মুকুল হোসেন, পারিলা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক রেজাউল করিম ও যুগ্ম আহ্বায়ক সম্পাদক বজলুর রশিদ কাবলু, বড়গাছী ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব নহরুল ইসলাম, হড়িপুর ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক কায়েমউদ্দিন দুলাল, সদস্য সচিব আব্দুল মান্নান মুন্নাফ, হড়গ্রাম ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক আনারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আবু বাক্কার, দর্শনপাড়া ইউনিয়র বিএনপি’র আহ্বায়ক আব্দুস সালাম, বড়গাছী ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী।
এসময় উপস্থিত ছিলেন, পবা উপজেলা যুবদলের আহ্বায়ক ও জেলা যুবদলের সহ-সভাপতি সুলতান আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম হাবীব, যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, আকতারুজ্জামান, হাবিবুর রহমান, রাজু আহম্মেদ, আসাদুজ্জামান বাবু, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক পান্না, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, পবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান ও কাঁটাখালী পৌর ছাত্রদলের সদস্য সচিব আফজাল হোসেনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতা কর্মী।
বক্তব্য শেষে দোয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোসহ বিশ্বের সকল মৃত মুসলমান ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা ও বেগম খালেদা জিয়া ও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীর রোগ মুক্তি কামনা এবং করোনা থেকে মুক্তি লাভের আশায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে গরীব ও অসহায়দের মধ্যে খাবার বিতরণ করা হয়।