ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন সহ উপজেলা কৃষকলীগের সাংগঠনিক কার্যক্রম জোরালো করণের লক্ষ্যে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে কৃষকলীগের দলীয় কার্যালয়ে উপজেলা কৃষক লীগের সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, রাজশাহী জেলা কৃষকলীগের সিনিয়র সহ সভাপতি মহসিন আলী প্রামানিক, যুগ্ম সাধারণ সম্পাদক উজির আলী, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, বাগমারা উপজেলা কৃষকলীগের সহ সভাপতি আব্দুর রাজ্জাক সরকার বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ কামরুজ্জামান কামরুলসহ ইউনিয়ন কৃষকলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কৃষকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।