ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার উপ নির্বাচনে মেয়র পদের তফশিল ঘোষণার সাথে সাথেই পৌর এলাকায় নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে। ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীদের দৌড়-ঝাপ শুরু হয়ে গেছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে পৌরসভার উপ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
একাধিক সূত্রে জানা গেছে, প্রচার প্রচারণায় মাঠে নেমেছে গোদাগাড়ী পৌরসভার সম্ভাব্য প্রার্থীরা। পাড়া মহল্লায় ঘুরে-ঘুরে নিজের জন সমর্থন যাচাই করে করছেন। আগামী ৭ অক্টোবর পৌরসভার মেয়র পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের পৌরসভা উপ নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা একটু বেশীই পরিলক্ষিত হচ্ছে। সম্ভাব্য প্রার্থীরা দলীয় প্রতীক পেতে দৌড়-ঝাপ শুরু করে দিয়েছেন নিজ নিজ দলের হাই কমান্ডের কাছে। সম্ভাব্য মেয়র প্রার্থীরা প্রার্থীরা হলেন আওয়ামী লীগের একাধিক মনোনয়ন প্রত্যাশীর নাম শোনা যাচ্ছে। ১৪ ফেব্রুয়ারি পৌর নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ছিলেন পৌর আওয়ামী লীগ সভাপতি অয়েজ উদ্দিন বিশ্বাস। উপ নির্বাচনেও তিনি মনোনয়ন চাইবেন। প্রয়াত মেয়র মনিরুল ইসলাম বাবুর সহধর্মনী জান্নাতুল ফেরদৌস।
এছাড়া জেলা পরিষদের সদস্য রবিউল আলম, পৌর আওয়মী লীগের সিনিয়র সহ সভাপতি সাবেক ছাত্র নেতা আব্দুল মালেক, পৌর যুবলীগের সভাপতি অধ্যাপক আকবর আলী, জেলা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য ও সাবেক ছাত্র নেতা মাহবুবুল আলম মুক্তি, পৌর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শাহনাজ আক্তার ইতি, গত পৌর নির্বাচনে বিএনপির প্রার্থী গোলাম কিবরিয়া রুলু এবারো নির্বাচনে প্রার্থী হবেন।
জামায়ত থেকে গত নির্বাচনে মেয়র প্রার্থী মুহাম্মদ ওবায়দুল্লাহ্ ও সাবেক মেয়র আমিনুল ইসলাম এর নাম শোনা যাচ্ছে।তফসিল অনুযায়ী ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। আর প্রত্যাহারের শেষ সময় ১৯ সেপ্টেম্বর।
উল্লেখ্য, যে ১৪ ফেব্ব্রুয়ারি পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনিরুল ইসলাম বাবু দ্বিতীয় বার মেয়র নির্বাচিত হন। এ বছরের ২১ এপ্রিল ভারতের বেঙ্গালুরুতে নারায়ণায় হেলথে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে মেয়র পদটি শূণ্য হয়ে যায়।