ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : ২য় দফার ইউপি নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ৮ টি ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৩৯ জন মনোনয়ন প্রত্যাশীর নামের তালিকা শুক্রবার রাতে উপজেলা কমিটির নিকট জমা হয়েছে ।
এর মধ্যে গোমস্তাপুরে-৩,চৌডালায়-২, বোয়ালিয়ায়-৪, আলিনগরে-৬, বাঙ্গাবাড়ীতে-৭, রহনপুরে-৫, রাধানগরে-৫ ও পার্বতীপুরে ৭ জন মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস বিষয়টি স্থানীয় সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
তিনি এ প্রসঙ্গে সাংবাদিকদের জানান, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক প্রত্যেক ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ইচ্ছুক নেতাকর্মীদের তালিকা প্রস্তুত করে জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রীয় কমিটিতে প্রেরণের নির্দেশনা রয়েছে।
এরই অংশ হিসেবে শুক্রবার বিকেলে প্রত্যেক ইউনিয়ন কমিটি বর্ধিত সভা করে ইউপি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের তালিকা আমাদের নিকট হস্তান্তর করেছে। যা শনিবার জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রীয় কমিটির নিকট পাঠানো হবে। সেখান থেকেই দলীয় প্রার্থী নির্ধারিত হবে।