ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী ৩১ জন তাদের বায়োডাটা জমা দিয়েছেন।
কলমা ইউপিতে ৬জন, বাধাইড় ইউপিতে ৫জন, পাঁচন্দর ইউপিতে ৪জন, সরনজাই ইউপিতে ৪জন, তালন্দ ইউপিতে ৪জন, চান্দুড়িয়া ইউপিতে ৩জন এবং কামারগাঁ ইউপিতে ৫জনসহ মোট ৩১জন।
শুক্রবার বিকালে তানোর উপজেলা অডিটরিয়ামে রাজশাহী জেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগ নেতাদের হাতে মনোনয়ন প্রত্যাশীরা তাদের আবেদন জমা দিয়েছেন।
রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এসএম একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ ওমর ফারুক চৌধুরী।
উক্ত বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগ নেতাসহ তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নাসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগসহ অংগ সংগঠনের নেতাকর্মি সমর্থকসহ মনোনয়ন প্রত্যাশীরা উপস্থিত ছিলেন।