ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনিত প্রার্থী নওগাঁর রাণীনগর উপজেলার একডালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে আলহাজ্ব ইঞ্জিনিয়ার শাহজাহান আলী এবং কালীগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে সুবাস চন্দ্র সরকার মোটরসাইকেল শোডাউন করেছেন।
সোমবার সকাল ১০ টায় পৃথক পৃথকভাবে এদুটি ইউনিয়নে শোডাউন অনুষ্ঠিত হয়।
একডালা ইউনিয়নের দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনগণ সকাল ১০টায় আবাদপুকুর বাজারস্থ শাহজাহান আলীর ব্যবসায়ীক অফিস চত্বরে সমেবেত হয়। এর পর সেখান থেকে প্রায় সাড়ে ৬শত মোটর সাইকেল নিয়ে পুরো ইউনিয়ন প্রদক্ষিণ করে। এসময় থেমে থেমে পথ সভা ও সাধারণ লোকজনের সাথে কুশল বিনিময় করেন।
![](https://dhumkatunews.com/wp-content/uploads/2021/10/alig-6.jpg)
মোটরসাইকেল শোডাউনের প্রাককালে আবাদপুকুর বাজারে সংক্ষিপ্ত বক্তব্যে শাহজাহান আলী বলেন, শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন।
তিনি বলেন, ইউনিয়নের জনগন আমাকে বিপুল ভোটে বিজয়ী করবে। এমপি আনোয়ার হোসেন হেলালের মাধ্যমে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে দলীয় নেতা কর্মীসহ সর্বস্তরের জনগনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন তিনি।
অপরদিকে, কালীগ্রাম ইউনিয় পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনিত প্রার্থী সুবাস চন্দ্র সরকার সকাল ১০টায় ইউনিয়নের বেলঘড়িয়া বাজার দলীয় কার্যালয় থেকে মোটরসাইকেল শোডাউন বের করেন।
এসময় দলীয় নেতাকর্মী ও জনতা মিলে কয়েক শ’ মোটরসাইকেল এবং অটো টমটমগাড়ী নিয়ে পুরো ইউনিয়ন প্রদক্ষিণ করেন।