ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : আগামীর বাংলাদেশ খালেদা জিয়া’র বাংলাদেশ আগামীর বাাংলাদেশ আপনাদের বাংলাদেশ। সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক খাজা নাজিবুল্লাহ চৌধুরী নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
বুধবার (১৩ অক্টোবর) বিকেল ৫টায় নজিপুর বাসস্ট্যান্ডে অবস্থিত পত্নীতলা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি, নজিপুর পৌর বিএনপি এবং এর সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে তাকে এই শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য খাজা নাজিবুল্লাহ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, পত্নীতলা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু তাহের চৌধুরী মন্টু, পৌর কমিটির যুগ্ম আহ্বায়ক মর্তুজা রেজা, গোলাম মোস্তফা, পত্নীতলা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল ফারুক।
আরও উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ, সহ উপজেলা, পত্নীতলা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসানসহ পৌর এবং ইউনিয়ন বিএনপির সকল স্তরের সহস্রাধিক নেতাকর্মী সমর্থক।
এসময় উপজেলা বিএনপি ও ১১টি ইউনিয়নসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আহ্বায়ককে ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদান করেন।