ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর মোহনপুর উপজেলার রায়ঘাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাবলু হোসেনকে বিজয়ী করতে আলোচনা সভা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে রায়ঘাটি ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ সভা করেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় একত্রিত হয়ে বিপুল ভোটে নৌকার বিজয় নিশ্চিত করতে অঙ্গিকার বদ্ধ হোন ও কুচক্রীমহলকে নোংড়া আচরণ পরিহার করতে সর্তকতা প্রদান করেন তারা।
রায়ঘাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়্যারমান ওসমান গনির সঞ্চালনায় উপস্থিত ছিলেন, আহবায়ক ও ইউপি চেয়্যারমান খলিলুর রহমান, যুবলীগের সাধারণ সম্পাদক আয়েজ উদ্দিন, ৩ নং আওয়ামী লীগের সভাপতি মছির উদ্দিন, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী প্রমুখ।