ধূমকেতু প্রতিবেদক, পটুয়াখালী : বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশন এর ব্যাবস্থাপনা কমিটির নির্বাচনে মোরগ মার্কা নিয়ে পটুয়াখালীর সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মনির সহ সভাপতি নির্বাচিত হয়েছেন।
শুক্রবার সকলে ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সহ সভাপতি পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। ২১ ভোটের মধ্যে ১৩০ ভোট পেয়ে তিনি প্রথম স্থান অধিকার করেন। তার নিকটবর্তী প্রার্থী জহিরুল আলম ৩৯ ভোট পেয়ে হেরেছেন।
মিজানুর রহমান মনির পটুয়াখালী এর আগে পটুয়াখালী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন।
তিনি জেলা আওয়ামী লীগের একজন ত্যাগী কর্মী। তার নির্বাচনী প্রতীক হিসেবে মোরগ মার্কা নিয়ে তিনি এবারে অংশগ্রহণ করেছিলেন।