ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : বিভিন্ন প্রতিশ্রুতী বাস্তবায়নের মাধ্যমে নওগাঁ জেলার সাপাহার উপজেলার আইহাই ইউপিকে অন্যতম মডেল ইউপি হিসেবে গড়ে তুলতে ও ইউপি জনগোষ্ঠীর জীবন মানোউন্নয়নের লক্ষে কাজ করতে চান বাংলাদেশ আওয়ামী লীগের আইহাই ইউপি কমিটির সফল সাংগঠনিক সম্পাদক জিয়াউজ্জামান টিটু মাষ্টার।
জিয়াউজ্জামান টিটু মাষ্টার জন প্রতিনিধি না হইও ইউপি বাসির সুখ দুঃখে পাশে থাকে। তাই আসন্ন ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন (নৌকা প্রতিক) দিয়ে চেয়ারম্যান নির্বাচনের সুযোগ হিসাবে পারফেক্ট ম্যান জিয়াউজ্জামান টিটু মাষ্টার এমনটাই বলছেন সূধীজন।
অনুসন্ধ্যানে জানা গেছে, মহামারী করোনা ভাইরাস এর সময় জিয়াউজ্জামান টিটু মাষ্টার ব্যক্তি উদ্যোগে আইহাই ইউনিয়নের অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন। প্রতি ঈদে তিনি ইউনিয়নের অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে সেমাই, লাচ্চা, চিনি, দুধের প্যাকেট, শাড়ী, লুঙ্গি বিতরণ করেন। এবারে আমের সময় আইহাই হতে শুকরইল ও আশড়ন্দ পর্যন্ত ৪ কি: মি: রাস্তা খুব খারাপ ছিলো। একটু বৃষ্টি হলেই রাস্তা দিয়ে আম বাজারজাতের জন্য যানবাহনে চলাচলে উপযোগী ছিলোনা। সে সময় ব্যক্তিগত উদ্যোগে আইহাই হতে শুকরইল ও আশড়ন্দ পর্যন্ত ৪ কিঃ মিঃ রাস্তা ভাঙা ইট ও রাবিশ দিয়ে রাস্তার সংস্কার করে আম বাজারজাত করণের ব্যাস্থা করেন টিটু মাষ্টার। ইউপি বাসির দুর্দিনে পাশে দাঁড়িয়েছে টিটু মাষ্টার সব সময়।
যা কোন স্বার্থের জন্য নয় মানবতার জন্য তাদের পাশে দাঁড়িয়েছেন এবং আগামীতেও তাদের পাশে তিনি থাকবেন।
ইউপির সূধীজন বলছেন, আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান হিসাবে আওয়ামী লীগের পক্ষ থেকে জিয়াউজ্জামান টিটু মাষ্টার কে দলীয় মনোনয়ন (নৌকা প্রতীক) দিয়ে নির্বাচনের সুযোগ করে দিলে বিপুল ভোটে জয়ী হবেন ইনশাআল্লাহ।
জিয়াউজ্জামান টিটু মাষ্টার বলেন, আমি আশা করি, আর আল্লাহর রহমতে যদি আমি দলীয় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হই তাহলে জনগনের সেবক হয়ে পাশে থেকে ইউপি কে একটি মডেল ও উন্নয়নশীল ইউপি গড়ে তুলবো ইনশাল্লাহ।