ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার চৈত্রতী বাগানে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাংসদ ও আয়েন উদ্দনি।
উপজেলার হড়গ্রাম ৫নং ইউপি আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মানুষ গড়ার কারিগর নৌকার চেয়ারম্যান প্রার্থী ফারুক হোসেন মাষ্টার।
প্রধান বক্তা ছিলেন, রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলফর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পবা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পবা উপজেলার আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিদ্ধা ইয়াছিন আলী।
এসময় উপস্থিত ছিলেন, হড়গ্রাম ইউপির ছাত্রলীগের সভাপতি মুস্তাক আহম্মেদ, আওয়ামী লীগ নেতা মানিকসহ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমির হোসেনসহ ৫নং হড়গ্রাম ইউনিয়ানে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা ও সমর্থকরা।