ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনকে বিজয় নিশ্চিত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে ধুরইল ইউনিয়নের ২নং ওয়ার্ডের আমরাইল গ্রামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপি।
ইউপি আওয়ামী লীগ ২ নং ওয়ার্ড সভাপতি এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ধুরইল ইউনিয়নে আওয়ামী লীগের প্রচুর সমর্থক রয়েছে। বিগত দিনে আওয়ামী লীগের জন সমর্থন থাকার পরেও নিজেদের অন্তর দ্বন্দে আওয়ামী পরাজিত হয়েছিলো।
এবার সকলে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করা হবে।
তিনি বলেন, বিএনপির চেয়্যারমান সকল সুবিধা পাওয়ার পরেও নানান অজুহাতে ইউনিয়নের উন্নয়ন করেন না। এবার আওয়ামী লীগের চেয়্যারমান নির্বাচিত হওয়ার পর সর্বোচ্চ উন্নয়ন হবে ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন, ধুরইল ইউপিতে আওয়ামী লীগের দলীয় মনোনীত নৌকার প্রার্থী দেলোয়ার হোসেন ছাড়াও দলীয় নেতাকর্মি সমর্থকসহ বিপুল সংখ্যক ভোটাররা উপস্থিত ছিলেন।