ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : আসন্ন ২য় দফার ইউপি নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জীবন্ত প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারনা চালানোর অভিযোগ উঠেছে গোমস্তাপুর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা প্রভাষক আনোয়ার হোসেনের বিরুদ্ধে।
শুক্রবার বিকেলে গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে শুরু করা তার নির্বাচনী প্রচারনায় তাকে জীবন্ত প্রতীক ঘোড়া ব্যবহার করতে দেখা যায়।
এ প্রসংগে তিনি বলেন, জীবন্ত ঘোড়া নিয়ে তিনি কোন প্রচার-প্রচারণা চালাননি। তবে জীবন্ত ঘোড়ায় চড়ে তিনি তার ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন মাত্র ।
এ বিষয়ে রিটার্নিংকর্মকর্তা সেরাজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিয়য়টি নিয়ে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।