ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : আসন্ন ২য় দফার ইউপি নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীদের বহিষ্কারের সুপারিশ করেছে উপজেলা আওয়ামী লীগ।
মঙ্গলবার অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস জানান, যেসব ইউনিয়নে দলীয় সিদ্ধান্ত অমান্য করে যারা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন তাদের দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি ও পরবর্তীতে দল থেকে বহিষ্কারের সুপারিশ করেছে কার্যনির্বাহী কমিটি।
তিনি আরও বলেন, এদের মধ্যে গোমস্তাপুর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ মিঠুকে উপজেলা আওয়ামী লীগের সদস্য, চৌডালা ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়া হাবিবকে প্রচার প্রকাশনা সম্পাদক, পার্বতীপুর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামকে যুব ও ক্রীড়া সম্পাদক ও বোয়ালিয়া ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জিল্লুর রহমান লালুকে সদস্য পদ থেকে সাময়িক অব্যাহতি ও স্থায়ী বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।