ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘা উপজেলায় আগামি ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন উত্তোলনের হিড়িক চলছে। এখনে নৌকা প্রতীক চেয়ে দলীয় ফরম উত্তোলন করেছেন প্রায় দেড় ডজন নেতা। এ ছাড়াও সংরক্ষিত নারী ও সাধারণ সদস্য পদে মনোনয়ন উত্তোলন করছেন অনেকে।
এদের মধ্যে বৃহস্পতিবার নির্বাচন অফিসে মনোনয়ন ফরম উত্তোলন করতে এসে লোকবল দেখিয়ে মাঠ কাপিয়েছেন তরুন ছাত্রলীগ নেতা নাজমুল হোসেন। তার আত্মবিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী যদি সত্যিকার অর্থে তরুণদের মূল্যায়ন করে থাকেন, তাহলে এ বছর তিনিই দলীয় মনোনয়ন পাবেন।
স্থানীয় লোকজন জানান, আগামি ২৩ ডিসেম্বর উপজেলার ৭ টি ইউনিয়নের মধ্যে তিনটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়ন তিনটি হলো-আড়ানী, বাউসা এবং চকরাজাপুর। এই নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন ফরম উত্তোলনের হিড়িত শুরু হয়েছে। বিশেষ করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে ইতোমধ্যে প্রায় দেড় ডজন নেতা মনোনয়ন উত্তোলন করেছেন।
এরা হলেন, আড়ানী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও আড়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, দলের সাধারণ সম্পাদক এনামুল হক ও সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামরুল ইসলাম। এখানে বিএনপি থেকে সতন্ত্র প্রার্থী হিসাবে ভোট করবেন বলে নাম শোনা গেছে, সাবেক ইউপি চেয়ারম্যান নাশির উদ্দিনের নাম। যার সত্যতা স্বীকার করেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
অপর দিকে বাউসা ইউনিয়ন আওয়ামী লীগ থেকে যারা মনোনয়ন ফরম উত্তোলন করেছেন তাদের মধ্যে নাম শোনা গেছে, বর্তমান ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান(শফিক), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ তুফান, তরুন ছাত্রলীগ নেতা নাজমুল হোসেন, আওয়ামী লীগ নেতা ভুট্টু ইসলাম, বাবু ইসলাম ও আনারুল ইসলামের নাম। এখানে বিএনপি থেকে সতন্ত্র প্রার্থী হিসাবে একক প্রার্থী হিসাবে ভোট করবেন বলে নাম শোনা গেছে উপজেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন পলাশ এর নাম। তিনি বিগত নির্বচনে পরাজিত হলেও এবার বিপুল ভোটে পাশ করার প্রত্যায় নিয়ে ইতোমধ্যে ভোটারদের দ্বারে-দ্বারে যাচ্ছেন।
অন্যদিকে দুর্গম পদ্মার চরাঞ্চল নিয়ে গঠিত চকরাজাপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগ থেকে দলীয় ফরম উত্তোলন করেছেন ঐ ইউনিয়নের বর্তমান আওয়ামী লীগের সভাপতি বাবলু দেওয়ান, সাধারণ সম্পাদক আব্দুস সালাম এবং বর্তমান চেয়ারম্যান আজিজুল আযম। এখানে বিরোধীদল বিএনপি থেকে সতন্ত্র প্রার্থী হিসাবে ভোট করবেন বলে মানুষের দ্বারে-দ্বারে গিয়ে দোয়া ও ভোট চাচ্ছেন ঐ ইউনিয়ন বিএনপির নেতা দুলাল হোসেন।
সব মিলে এখন পর্যন্ত যারা মনোনয়ন উত্তোলন করেছেন তাদের মধ্যে লোক সমাগম দেখিয়ে মাঠ কাপিয়েছেন তরুন ছাত্রলীগ নেতা নাজমুল হোসেন। তিনি নিজেকে সফল ছাত্রলীগ নেতা দাবি করে বৃহস্পতিবার বিকেলে তার নিজ গ্রাম তেঁথুলিয়া থেকে বিশাল মোটর সাইকেল সোডাউন ও ভ্যান যোগে প্রায় দুই শতাধিক নারী কর্মীদের নিয়ে বাঘা শাহদৌলা সরকারী কলেজ মাঠে উপস্থিত হন। সেখান থেকে একটি সু-বিশাল র্যালী নিয়ে উপজেলা নির্বাচন অফিসে যান এবং মনোনয়ন ফরম উত্তোলন করেন।
তিনি স্থানীয় গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমার আত্মবিশ্বাস তৃণমূলের মতামতের ভিত্তিতে দলীয় প্রার্থী নির্বাচন করতে হলে দল আমাকে মনোনয়ন দেবে। তাঁর মতে, তরুনরাই উন্নয়নের প্রধান হাতিয়ার।
এ কথা আমার নয়, এ কথা বলেন, বাংলাদেশের অহংকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বর্তমান সরকারের নানা উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বলেন, এলাকার উন্নয়ন পেতে হলে নৌকার কোন বিকল্প নাই।
উপজেলা নির্বাচন অফিসার মুজিবুল আলম জানান, আগামী ২৩ ডিসেম্বর ২০২১ তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচন। এখানে ২৫ নভেম্বর পর্যন্ত মনোনয়ন উত্তোলন ও দাখিল, ২৯ নভেম্বর মনোনয়ন বাছাই, আপিল দায়ের ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ৩ থেকে ৫ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর এবং প্রতিক বরাদ্দ ৭ ডিসেম্বর। তাঁর দেয়া তথ্য মতে এখন পর্যন্ত চেয়ারম্যান পদে তিন ইউনিয়ন মিলে মনোনয়ন উত্তোলন করেছেন ১৩ জন, সংরক্ষিন নারী আসনে ২২ জন এবং সাধারণ সদস্য পদে ৮২ জন।