ধূমকেতু প্রতিবেদক : নৌকার প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও ভোটারদের ভয়ভীতি প্রদর্শন মূলক বক্তব্য ও অপ-প্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেন খাঁন।
সোমবার (২২ নভেম্বর) দুপুরে রাজশাহী নিউমার্কেটের অভ্যন্তরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করেন স্বতন্ত্র প্রার্থী।
সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেন বলেন, ‘ভোট নিয়ে এ পর্যন্ত প্রশাসনের অবস্থান ভালো কিন্তু নৌকার প্রার্থীর সমর্থকেরা তাঁর সমর্থকদের হুমকি-ধামকি দিচ্ছেন। প্রচার চালাতে দেওয়া হচ্ছে না।
আবুল হোসেন অভিযোগ করেন, সবশেষ রোববার (২১ নভেম্বর) তার মেয়ে এবং পুত্রবধূ প্রচারণায় বের হলে তাঁদের বাড়ি ফিরতে বাধ্য করেছেন নৌকার প্রার্থীরা। আর ভোটারদের যেতে বারণ করার বিষয়ে তিনি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। আবুল হোসেন খাঁন সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণের আহ্বান জানান।
ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বারণ করার বিষয়ে জানতে চাইলে নৌকা প্রতীকের প্রার্থী আল-আমিন বিশ্বাস বলেন, ‘আমি আমার বক্তব্যের মধ্যে বলেছি, এই এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মী হিসেবে যারা পরিচিত, তাঁরা যদি নৌকায় ভোট না দেন তাহলে তাঁদের ভোটকেন্দ্রে যাওয়ার দরকার নেই। আমি আমার নেতাকর্মীদের বলেছি।’
প্রচারণায় বাঁধা দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ভোটের পরিবেশ খুব সুন্দর।
মৌগাছি ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রোকনুজ্জামান তালুকদার জানান, ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বারণ করার ভিডিও ফুটেজ তিনিও দেখেছেন। তাই নৌকার প্রার্থীকে তিনি শোকজ করেছেন। সোমবার সকালেই নৌকার প্রার্থী শোকজের কপি নিয়ে গেছেন। ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে জবাব দিতে বলা হয়েছে। তাঁর লিখিত ব্যাখ্যা পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।