ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান শাহজাহান আলী কমলের পুনরায় বিজয় নিশ্চিতে নির্বাচনি কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
৫নম্বর আড়ানগর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে উদ্যোগে ২রা ডিসেম্বর বিকেল সোয়া ৪ টায় ফতেপুর বাজার সংলগ্ন চাউলকলে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী কমলের সভাপতিত্বে এবং সম্পাদক জাইদুল ইসলামের সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সফল উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ দেলদার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক শহীদুল ইসলাম, থানা আওয়ামী লীগের সহ সভাপতি আবু হানিফ, মোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আনজুয়ারা বেগম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফারাহ দিবা প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় ৯টি ওয়ার্ডের সভাপতি-সম্পাদকগণ নৌকার বিজয় নিশ্চিতে প্রাণপণ মাঠে কাজ করে যাবেন এবং চূড়ান্ত বিজয় নিযে ঘরে ফিরবেন বলে জোরালো বক্তব্য প্রদান করেন।