ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ধামইরহাট উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনে জিততে সকল শ্রেণীর নেতা কর্মীগণ উঠে-পড়ে লেগেছেন নৌকার প্রচার প্রচারনায়।
প্রবীণ নেতা আব্দুল লতিফ মাস্টারের সভাপতিত্বে ২০ ডিসেম্বর দুপুর ১২ টায় ১নং ধামইরহাট ইউনিয়নের নৌকা মার্কার প্রার্থীর পক্ষে উপজেলার আওয়ামী লীগ নেতৃবৃন্দ জগদল আদিবাসী স্কুল এন্ড কলেজ মাঠে নৌকার প্রচারে অংশ নেন।
ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ইউপি চেয়ারম্যান ও প্রার্থী কামরুজ্জামান, ইউনিয়ন যুবলীগ সভাপতি আব্দুর রউফ বাচ্চু প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তাগণ ও প্রার্থী কামরুজ্জামান সরকারের উন্নয়ন অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি প্রদান করেন।
একই ভাবে উমার ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান প্রার্থী ওবায়দুল হক সরকারকে বিজয়ী করতে মক্কায় হজ্বব্রত পালনকারী ৩ শতাধিক ঈমাম ও হাজী ইউনিয়নে ব্যতিক্রমী শোডাউন করেন।
বিকেল ৪ টায় কুলফতপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইউনিয়ন সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন, থানা আওয়ামী লীগের সম্পাদক অধ্যাক্ষ শহীদুল ইসলাম ছাড়াও সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাবেক ইউনিয়ন সম্পাদক শাহজাহান আলী, বীর মুক্তিযোদ্ধা জাহিরুল ইসলাম প্রমুখ।