ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে চতুর্থ ধাপের নির্বাচনের অংশ হিসেবে ৬ টি ইউনিয়নে ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা করা হয়েছে।
রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদে ৫৫টি ভোটকেন্দ্র ১৭ জন চেয়ারম্যান, সাধারণ সদস্য পদে ১৯৬ ও সংরক্ষিত নারী সদস্য পদে ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
যেখানে মোট ভোটার সংখ্যা ছিলো মোট ভোটার ১ লাখ ২৮ হাজার ৪৮৫ জন। পুরুষ ভোটার ৫৪ হাজার ৫৩৩ জন ও নারী ভোটার ৬৩ হাজার ৯৫২ জন। ভোটে অংশগ্রহণ করেছিলেন ৮০.৪৫ শতাংশ ভোটার। ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
রাতে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।
এতে ১ নং নওপাড়া ইউনিয়ন পরিষদে ঘোড়া প্রতীক নিয়ে ৯৮৬২ ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শফিকুল আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৭৫৮১ ভোট।
২ নং কিসমতগনকৈড় ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীক নিয়ে ৭২৮৩ ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আকবর আলী আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৫৫৪৫ ভোট।
৩ নং পানানগর ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীক নিয়ে ৫৭৩২ ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আজহার আলী খাঁ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আদম আলী ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৪৮৫২ ভোট।
৪ নং দেলুয়াবাড়ী ইউনিয়ন পরিষদ ঘোড়া প্রতীক নিয়ে রিয়াজুল ইসলাম ৭৯২২ ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীক নিয়ে আহসান হাবীব পেয়েছেন ৬৯১৫ ভোট।
৫ নং ঝালুকা ইউনিয়ন পরিষদ নৌকা প্রতীক নিয়ে ৭৯৩৪ ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আকতার আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীক নিয়ে মোজাহার আলী মন্ডল পেয়েছেন ৫২২৮ ভোট।
৭ নং জয়নগর ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীক নিয়ে ১০৭২৮ ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীক নিয়ে সমসের আলী পেয়েছেন ৪৮৬৮ ভোট।