ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : আসন্ন ৫ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। সেই নির্বাচনকে কেন্দ্র করে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান প্রার্থীগণ। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নিজের প্রতিকে ভোট আর দোয়া কামনা করছেন।
মূলত চেয়ারম্যানের হাত দিয়েই বাস্তবায়ন হয় পাড়ায় পাড়ায় উন্নয়ন। সহজেই যেহেতু লোকজন চেয়ারম্যানদের কাছে যেতে পারেন সে জন্য সৎ, যোগ্য, নির্ভিক আর জনকল্যাণে কাজ করে এমন প্রার্থীকেই ভোট দিয়ে বিজয়ী করেন ভোটাররা। ভোটারদের সেই চাওয়াকে বাস্তবায়ন করতে এবং অবশিষ্ট কাজ সম্পন্ন করার লক্ষ্যে দ্বিতীয় বারের মতো মাড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন রেজাউল হক।
চেয়ারম্যান না হয়েও দীর্ঘ সময় ধরে ইউনিয়নবাসীর পাশে থেকে কাজ করে চলেছেন তিনি। লোকজনের পাশে থাকায় জনপ্রিয়তায় শীর্ষে উঠে এসেছেন তিনি। তৃণমূলের সমর্থনে মটরসাইকেল প্রতিক নিয়ে নির্বাচন করছেন তিনি। রেজাউল হক মাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে থাকলেও নির্বাচনে অংশ নেয়ার কারণে তাঁকে দলীয় সিদ্ধান্ত মেনে ভোট করতে হচ্ছে। তবে এরই মধ্যে নৌকা প্রার্থীর বিরুদ্ধে তিনি ব্যাপক সাড়া ফেলেছেন মাড়িয়া ইউনিয়ন জুড়ে।
নির্বাচনের দিন যতোই ঘনিয়ে আসছে তার জনপ্রিয়তা এবং ব্যস্ততা ততোই বাড়ছে। সাদালাপী আর উন্নয়নের অগ্রনায়ন হওয়ায় তরুণ প্রজন্ম সহ সমগ্র ইউনিয়নবাসীর মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন তিনি। সুষ্ঠু নির্বাচন হলে বিজয়ের আশাবাদী তিনি। সেই সাথে ইউনিয়নের বাড়ি বাড়ি গিয়ে মোটরসাইকেল প্রতিকে ভোট প্রার্থনার পাশাপাশি সকলের দোয়া কামনা করছেন।
এদিকে রেজাউল হক বলেন, আমি জনসমর্থন নিয়ে নির্বাচনে এসেছি। সুষ্ঠুভাবে নির্বাচন হলে আমি বিপুল ভোটে জয়লাভ করবো। আমি দীর্ঘদিন সময় ধরে ইউনিয়নবাসীর পাশে আছি আগামীতেও থাকবো।