ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : নিজের পছন্দের মেম্বার প্রার্থী আবু তালেবকে মোরগ মার্কা প্রতীকে গোপন কক্ষে ভোট দিয়ে মোবাইল ফোনে ছবি তুলে প্রমান রেখেছিলেন জনৈক একজন ভোটার। পরে সন্ধ্যার দিকে ভোট গণনা শেষে নিজের পছন্দের প্রার্থীর ভোট সংখ্যা শুণ্য হলে প্রশ্ন জাগে ভোট গননা নিয়ে। প্রার্থীসহ তার সমর্থকরা এতে ক্ষুব্ধ হয়ে পড়েন। নিজের ভোটসহ পরিবার ও কর্মী সমর্থকদের ভোট গেলো কোথায়। এমন প্রশ্ন রেখে ভোট কেন্দ্রে বাইরে শুরু হয় বিক্ষোভ। বিভিন্ন শ্লোগানে মুখোড়িত হয়ে উঠে ভোট কেন্দ্রের আশে পাশ। এমনই ঘটনা ঘটেছে রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নের বেলঘরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে।
এছাড়াও সন্ধ্যার ভোট গণনায় একজনকে বিজয়ী ঘোষনা করা হলেও গভীর রাতের ২য় বারের ভোট গননায় অন্যজনকে বিজয়ী করার ঘোষণায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তবে নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তার দাবি ভুলক্রমে একটি বান্ডিল গননা করা হয়নি। এতে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় ভোট গণনা শেষে মোরগ প্রতীকের ইউপি মেম্বার প্রার্থী আবু তালেবের ভোট শূণ্য বলে ঘোষণা করা হয়। তিনি এই ওয়ার্ডের সাবেক মেম্বার। এ ঘটনায় ফুঁসে ওঠেন তার কর্মী-সমর্থকরা। তারা ওই কেন্দ্র ঘেরাও করে আবারও ভোট গণনার দাবিতে শুরু করেন বিক্ষোভ। পরে পুলিশ কয়েক দফায় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর আবু তালেবের ভোট আবারও গণনা শুরু করেন সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসার। এবার দ্বিতীয় দফায় গণনা শেষে তিনি ৮২ ভোট পেয়েছেন বলে জানানো হয়। যদিও আবু তালেব ও তার কর্মী-সমর্থকরা এই ফলাফল মেনে নেননি। তারা ভোট কারচুপির অভিযোগ করেন এবং এর সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে স্লোগান দেন এবং বিক্ষোভ প্রদর্শন করেন।
ভোটের ফলাফল ঘোষণার পর চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আবু তালেবের দাবি, সব ভোটের সঙ্গে নিজের ভোটটিও চুরি হয়ে গেছে! এজন্য তিনি প্রতিপক্ষ ও স্থানীয় প্রশাসনকে দায়ী করেন। এদিকে সন্ধ্যায় ভোট গণনায় শাহজাদা নামের একজনকে বিজয়ী ঘোষণা করা হলেও দ্বিতীয় দফায় ভোট গননায় রিংকু আহম্মেদ নামের ব্যাক্তিকে বিজয়ী ঘোষণা করা হয়।
ঘটনার পর নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম বলেন, গণনার সময় ভোটের কিছু ব্যালট পেপার টেবিলের নিচে পড়েছিল। যে কারণে ভোট গণনার সময় এই ভুল হয়েছিল। পরে টেবিলের নিচে সেগুলো পাওয়ার পর পুনরায় গণনা করে তাৎক্ষণিকভাবে ফল ঘোষণা করা হয়।