ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : চারিদিকে কেবল প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা। চেয়ারম্যান থেকে সাধারণ সদস্য কেউ বসে নেই নির্বাচনের প্রচারণা থেকে। নির্বাচনী অফিস কিংবা পাড়া মহল্লার ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নিজের জনপ্রিয়তা আর নিজের বিভিন্ন উন্নয়ন তথ্য উপস্থাপন করে চলেছেন প্রার্থীরা। চেয়ারম্যান যেই হোক স্থানীয় লোকজনের কাছে আশা জোগায় মেম্বার প্রার্থীরা। মেম্বারের হাত দিয়ে বাস্তবায়ন হয় পাড়ায় পাড়ায় উন্নয়ন।
সহজেই যেহেতু লোকজন মেম্বারের কাছে যেতে পারেন সে ক্ষেত্রে সৎ, যোগ্য, নির্ভিক আর জনকল্যাণে কাজ করে এমন প্রার্থীকেই ভোট দেন লোকজন। লোকজনের সেই চাওয়াকে বাস্তবায়ন করতে কাজ করে চলেছেন শুভডাঙ্গা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে আসন্ন পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফুটবল মার্কা প্রতিকের প্রার্থী আব্দুর রশিদ মন্ডল। দীর্ঘ দিন থেকে আব্দুর রশিদ মন্ডল ওয়ার্ডবাসীর পাশে থেকে কাজ করে চলেছেন। লোকজনের পাশে থাকায় জনপ্রিয়তায় শীর্ষে উঠে এসেছেন তিনি। দিন যতোই ঘনিয়ে আসছে তার জনপ্রিয়তা ততোই বাড়ছে। তরুণ প্রজন্মের মাঝে নিজেকে এরই মধ্যে ঠাঁই করে নিয়েছেন তিনি। সুষ্ঠু নির্বাচন হলে বিজয়ের আশাবাদী তিনি।
এদিকে ওয়ার্ডের প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে ফুটবল মার্কা প্রতিকে ভোট প্রার্থনার পাশাপাশি সকলের দোয়া কামনা করছেন। ওই ওয়ার্ডে তার প্রতিদ্ব›দ্বী আরো দুইজন থাকলেও সবাইকে পিছনে ফেলেছেন তিনি। আব্দুর রশিদ মন্ডলের সাথে নারী সমর্থকরাও বাড়ি বাড়ি যাচ্ছেন ফুটবল মার্কার ভোট চাইছেন।
আব্দুর রশিদ মন্ডল বলেন, আমি জনসমর্থন নিয়ে নির্বাচনে এসেছি। জনগণ চাইলে আমি বিপুল ভোটে জয়লাভ করবো। আমি দীর্ঘদিন থেকে ওয়ার্ডবাসীর পাশে আছি আগামীতেও থাকবো। জনসেবার মাঝে আমি বেঁচে থাকতে চাই।