ধূমকেতু প্রতিবেদক, পাবনা : বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পাবনা জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শওকত মাহমু বলেন, চূড়ান্ত আন্দলোনের মধ্যমে সরকারের পতন হবে। পাবনা থেকেই দেশ আন্দোলন শুরু হবে, আগামীতে চূড়ান্ত আন্দোলন হবে ঐক্যবদ্ধ ভাবে প্রস্তুতি নিন।
এসময় রুহুল কুদ্দুস তালুকদার দুলু তার বক্তবে বলেন, আপনার রাস্তাঘাট বন্ধ করে রেখেছেন, কিন্তু‘এই সমাবেশে আসতে ঠেকাতে পারেনি। আজকে আওয়ামী লীগের অবস্থা ভালো নয়, ইতোমধ্যে পাবনা সদর উপজেলায় ইউনিয়ন নির্বাচন নৌকার ভরাডুবি হয়েছে। আওয়ামী লীগের দিন শেষ হয়ে গেছে পালানোর পথ নাই। আগামী ৩০ তারিখের মধ্যে যদি খালেদা জিয়াকে মুক্তি দেওয়া না হয় তাহলে কঠোর আন্দোলনের মধ্যে সরকারকে পতন করা হবে।
বিএনপি নেতা শিমুল বিশ্বাস বলেন, আওয়ামী লীগের পতন শুরু হয়ে গেছে, তারা বাংলাদেশের ইতিহাসকে কলঙ্কিত করেছে আমাদের জ্ঞানহীন জাতিতে পরিনত করেছে। অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে।
যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ এমপি বলেন, নির্বাচন সুষ্টভাবে হয়েছে বলে সোমবার পাবনা সদরে ইউনিয়নের সবগুলোতে নৌকার ভরাডুবি হয়েছে। দেশের মানুষ জেগে উঠেছে পুলিশ দিয়ে সরকারের পতন ঠেকাতে পারবেন না। পুলিশ ভাইদের বলছি আপনারা নিরপে থাকবেন।
এসময় সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতা কর্মীরা বিকেলে বক্তব্য দেয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাংবাদিক শওকত মাহমুদ।
আরও বক্তব্য রাখেন, যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ এমপিঃ।
প্রধান বক্তা ছিলেন, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
বিশেষ বক্তা ছিলেন, কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাক এ্যাড. সৈয়দ শাহীন শওকত, কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুল রহমান চন্দন।
এসময় উপস্থিত ছিলেন, খালেদা জিয়ার বিশেষ সহকারী বিএনপি নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস, কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি গোলাম রাব্বানী, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মামুনুর রশিদ খান প্রমুখ।
সমাবেশ সুষ্ঠুভাবে হলেও প্রধান অতিথির বক্তবের আগে সমাবেশ স্থলে পাবনা জেলা বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এসময় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। সমাবেশ কেন্দ্রীয় নেতাদের সামনে ছুরিকাহত হয় যুবদলের নেতা মনির হোসেন। বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে হাতাহাতির ঘটনা ঘটে। মাইক বন্ধ করে প্রধান অতিথি বক্তব্য রাখেন। শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ দিকবেদিক ছুটাছুটি শুরু করে। উত্তপ্ত পরিস্থিতি পুলিশ নিয়ন্ত্রণে আনে।