ধূমকেতু প্রতিবেদক : জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রোববার বিকেলে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজশাহী জেলা ও মহানগরের আয়োজনে নগরীর ঐতিহাসিক ভূবমমোহন পার্কে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন, রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি পার্থ দেব মন্ডল।
প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।
বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার আমিন বিপুল, রাজশাহী মহানগর ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মুর্তজা ফামিন, সাংগঠনিক সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ ও রাজশাহী জেলা ছাত্রদলের সংগঠনিক সম্পাদক ফায়সাল সরকার ডিকো।
রাজশাহী মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি ও রাজশাহী জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরফিন কনকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক মাহফুজুর রহমান রিটন ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব সামসুজ্জামান চৌধুরী সানিন।
এছাড়াও জেলা, মহানগর, থানা, পৌরসভা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিট ও ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, আহবায়ক, সদস্য সচিব ও যুগ্ম আহবায়কবৃন্দ এবং অন্যান্য ছাত্রদল নেতৃবৃন্দসহ হাজার হাজার ছাত্রদল নেতাকর্মী সমাবেশ উপস্থিত ছিলেন।
সব শেষে বেগম জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অসুস্থ্য নেতাকর্মী, দেশবাসীর সুস্থ্যতা এবং যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা এবং মুসলিম বিশ্বের শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মোনাজাত পরিচালনা করেন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রবিউল ইসলাম কুসুুম।